লাকসামে বসত বাড়িতে অগ্নিকান্ডে ২০লাখ টাকার ক্ষতি
সেলিম সজীবঃ
কুমিল্লার লাকসামে একটি বসত বাড়িতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ২০লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
ঘটনাটি ঘটেছে ২৪ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় লাকসাম পৌরসভার বাতাখালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেলায়েত হোসেনের বাড়িতে।
সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় লাকসাম পৌরসভার বাতাখালি বেলায়েত হোসেনের বসত ঘরে অগ্নিকান্ডে টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি সাধিত হয়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, স্থানীয় কাউন্সিলর আবদুল আলিম দিদার তাৎক্ষণিক পরিদর্শন করেন।
গৃহকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাবত এই বাড়িতে থাকিনা। কিন্তু কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা বলতে পারছি না। তবে অগ্নিকান্ডে আমার প্রায় ২০লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।