লাকসামে বাসের চাপাঁয় গৃহবধু নিহত

সেলিম চৌধুরী হিরা, লাকসামঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় বাসের চাপাঁয় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী নুরজাহান বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
মঙ্গলবার (৯ মে) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম কৃষ্ণপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত নুরজাহান বেগম উপজেলার কৃষ্ণপুর গ্রামের জয়নাল আবদীনের স্ত্রী। আহতরা হলেন, নুরজাহানের মেয়ে নাজমা আক্তার (২৫) ও নাতনি আকলিমা আক্তার (৪) এবং অটোরিক্সা চালক গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে একটি প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুর এলাকায় ঢাকাগামী হিমাচল এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৪-৭৯৮৬) সিএনজি চালিত অটোরিক্সাটি চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নূরজাহান বেগম নিহত হয়। অন্য যাত্রীরা আহত হয়।
গুরুতর আহত মেয়ে ও নাতনিকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আশংকাজনক অবস্থায় অটোরিক্সা চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, এ বিষয়ে কিছু জানি না।