বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার রামমোহনে শাকি লাইব্রেরির সৌজন্যে বৈশাখী মেগা কুইজের পুরষ্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০১৮
news-image

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ার রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন ঐতিহ্যবাহী শাকি লাইব্রেরি’র চত্ত্বরে শাকি লাইব্রেরির উদ্যোগে আয়োজিত বৈশাখী মেগা কুইজ-১৪২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ পদ রায় চৌধুরী, রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, খোশবাস উচ্চ বিদ্যালয়ের সভাপতি একে এম শাহজাহান, শাকি লাইব্রেরির কর্ণধার মো: ইউনুছ খান, চিলোড়া অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, পয়ালগুচ্ছ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকসহ পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীরা।

বৈশাখী মেগা কুইজে অংশগ্রহণ করে ১০ টি বিদ্যালয়। দেড় হাজার ছাত্রছাত্রীর মধ্যে থেকে সঠিক উত্তরদাতা ৩৩ জনকে বাঁছাই করা হয়। ৩৩ জনের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রথম ৩ জন নির্ধারণ করা হয়। প্রথম ২০ জনকে পুরস্কার দেওয়ার পর বাকি ১৩ জনকেও পুরস্কার দেওয়া হয়েছে। ১ম পুরষ্কার বিজয়ী পান ৫ হাজার টাকা মূল্যের উপহার, দ্বিতীয় পুরষ্কার বিজয়ী পান ৩ হাজার টাকা মূল্যের উপহার, তৃতীয় পুরষ্কার বিজয়ী পান ১ হাজার টাকা মূল্যের উপহার। ১ম বিজয়ী রামমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আতাউর রহমান, দ্বিতীয় স্থান অর্জন করেন এতবার পুর আজম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মোসা: তাছলিমা আক্তার, ৩য় স্থান অর্জন করেন পয়ালগুচ্ছ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোসা: রুবি আক্তার। সবচেয়ে বেশি পুরষ্কার লাভ করে প্রথম হয়েছেন চিলোড়া অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়। তাদের ১১ জন পুরষ্কার পেয়েছে। ২য় স্থান অর্জনকারি রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ জন, তৃতীয় স্থান অর্জনকারি পয়ালগুচ্ছ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জন । শাকি লাইব্রেরী ১০ বছর ধরে গ্রামের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ও বিভিন্ন রকমের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

আর পড়তে পারেন