বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের ছেলের কারণে বৃদ্ধার মৃত্যু:সাড়ে ৩ লাখ টাকায় দফারফা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০২১
news-image

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ইউপি চেয়ারম্যানের ছেলের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক বিধবা নারীর।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের কাশিপুর গ্রামে।

এ ঘটনায় অভিযুক্ত বটতলী ইউনিয়ন চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলমের ছেলে মোহাম্মদ রাসেল। জানা যায়, সাড়ে ৩ লাখ টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করেছে। নিহত বিধবা মাছুমা বেগম কাশিপুর গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী। বুধবার সকালে ওই বৃদ্ধাকে ময়নাতদন্ত ছাড়া কবরস্থ করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের পূর্ব দৈয়ারা গ্রামের মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি কাশিপুর গ্রামে যাওয়ার পথে নিহতের বাড়ি সংলগ্ন আলী হোসেন মেম্বারের বাড়ির পাশে বটতলী ইউনিয়ন চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলমের ছেলে মোহাম্মদ রাসেলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে কাশিপুর গ্রাম থেকে বটতলী বাজার যাওয়ার পথে বৃদ্ধা মাছুমা বেগমকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত বৃদ্ধা মাছুমা বেগমকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহত বৃদ্ধা মাছুমা বেগমের পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা দিয়ে দফারফা করেছে বলে জানান স্থানীয় ও নিহতের স্বজনরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের নাতী সালাহ উদ্দিন বলেন, আমি আমার দাদুর সাথে কাশিপুর রাস্তার মাথার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে চেয়ারম্যানের ছেলে রাসেল আমার দাদুকে মোটরসাইকেল দিয়ে চাপা দেয়।

স্থানীয় আব্দুল্লাহ ও নিহতের মেয়ের জামাতা হারুনুর রশিদ বলেন, ঘটনার পর নাঙ্গলকোট থানা পুলিশ এসেছে। পরে স্থানীয়ভাবে বসে নিহত মাছুমা বেগমের পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা দিয়ে বুধবার সকালে বৃদ্ধার মর’দেহ দাফন করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি জেনেছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া মর’দেহ দাফন করা হয়েছে।

আর পড়তে পারেন