লাকসামে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪
সেলিম চৌধুরী হীরা ঃ
কুমিল্লার লাকসাম পৌর শহরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে সাইফুল ইসলাম (২৫) নামের একজন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো ৪ জন।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসামের বাটিয়াভিটা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা।
জানা যায়, পৌর শহরের বাটিয়াভিটা নামকস্থানে নোয়াখালী থেকে ঢাকাগামী মাল বোঝাই ট্রাক ও খিলাগামি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা ৫ জন যাত্রীর মধ্যে সাইফুল ইসলাম ঘটনাস্থলে একজন নিহত হয়। এ সময় সিএনজিতে থাকা আরও ৩ জন মহিলা যাত্রীসহ সিএনজি চালককে আশংকাজনক অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকসাম থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।