শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-৫ আসনের  জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০২৪
news-image

স্টাফ  রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  শেষ।  নির্বাচনে হেরে গেলেও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) সংসদীয় আসনের  জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এলাকাবাসির সাথে থাকার আশ্বাস দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হাসান ভূঁইয়া (রুমি)।

সোমবার সন্ধ্যায় এহতেশামুল হাসান ভূঁইয়া (রুমি) বলেন, প্রিয় কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া )আসনের সর্বস্তরের জনগণকে সালাম জানাই।  সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। অভিনন্দন নবনির্বাচিত সম্মানিত সংসদ সদস্য জনাব এম এ জাহের চাচা। ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হাশেম খান চাচা, জনাব সাজ্জাদ হোসেন স্বপন ভাই সহ অন্যান্য প্রার্থীদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল হয়ে গিয়েছে।  আমি নির্বাচনে হেরে গেছি। কারণ জনগণ হয়তো এই মুহুর্তে আমাকে উপযুক্ত বিবেচনা করেনি। তবে আমি বিশ্বাস করি জনগণের মতামত চিরদিন একরকম থাকে না। আমি যদি জনগণের পাশে থেকে ধারাবাহিকভাবে কাজ করতে পারি তাহলে জনগণ হয়তো ভবিষ্যতে আমাকে সমর্থন দিবেন। বুড়িচং – ব্রাহ্মণপাড়ার অন্যান্য প্রার্থীদের তুলনায় বয়সে আমি তরুণ প্রার্থী ছিলাম। আমার নির্বাচনের ব্যয় ছিল খুব সামান্য। তরুণরাই আমার জন্য বেশি কাজ করেছে। যারা আমার পক্ষে শ্রম, ঘাম ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তাদের প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো।  যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি তাদের সবার প্রতি ভালোবাসা জানাই।  আমি আপনাদের পাশে আছি, থাকবো। আপনাদের কাছে আবেদন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করে যেতে পারি।

আর পড়তে পারেন