সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির অবরোধের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০২৩
news-image

কুমিল্লা প্রতিনিধি:

বিএনপির ডাকা তিন দিনের অবরোধে দ্বিতীয় দিনে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর ) সকাল থেকে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান করেছে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন।মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মহাসড়ক পাহাড়া দিচ্ছেন তারা।

এছাড়া আতংকিত যানবাহনকে মোটর সাইকেল মহড়া দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পাড় করে দেয়ারও চিত্র দেখা গেছে।ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান,কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাজ্জাদ হোসেন।

শান্তি সমাবেশ অনুষ্ঠানটি জেলা পরিষদের সাবেক সদস্য হাজী তারেক হায়দারের সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পার্থ সারথি দত্ত,এম এ করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার,অর্থ সম্পাদক মোঃ আলী আকবর,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বেগ,শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার,তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লালন হায়দার,অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান খন্দকার সেলিম,দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু,সাধারণ সম্পাদক মোঃ মহসিন রহমান,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সাবেক যুগ্ম সম্পাদক সাবেক বি আর ডি বি চেয়ারম্যান শরীফুল ইসলাম ভূইয়া,সাবেক বুড়িচং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন,মাসুদুজ্জামান মাসুম,কাউসার আহাম্মদ,সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন,নজরুল ইসলাম,তুহিন, ইমতিয়াজ আহমেদ ইমন,আবু হাসান ভূইয়া,জসিম উদ্দিন মেম্বার,আবু নাসের শামীম,অহিদুর রহমান অকি,ফারুক আহমেদ ফটিক,দক্ষিণ জেলা ছাত্র লীগ নেতা রাশেদুল ইসলাম সুমন,শাহ আলম মেম্বার,জসিম উদ্দিন মেম্বার,জাবেদ হোসেন মেম্বার,মাসুদ খান,আবু মুছা খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, কামাল হোসেন,মোকাম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান সোহেল,সাবেক ছাত্র লীগ নেতা বাবুল আলম,তোফায়েল আহমেদ,উপজেলা ছাত্র লীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ সোহেল আহমেদ,হাবিবুর রহমান হাসান,আসিফ আকবর,রাজিব।

এসময় উপস্থিত ছিলেন জেলা,বুড়িচং উপজেলা ও ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আর পড়তে পারেন