শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের ভুয়া ভ্রমণ ভাতা উত্তোলন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২৫
news-image

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের ভুয়া ভ্রমণ ভাতা উত্তোলন

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ

লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন উপজেলা পরিষদের উন্নয়নমূলক কাজ পরিদর্শন না করেই গত পাঁচ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জ্বালানি ও ভ্রমণ ভাতা বাবদ ১৪ লাখ ১৩ হাজার ৬শ ৭১টাকা উত্তোলন করেছেন।

উপজেলা পরিষদের জন্য বরাদ্দকৃত জীপগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অফিসে আসা-যাওয়া, অন্যান্য প্রশাসনিক ও উন্নয়য়নমূলক কাজ পরিদর্শনের জন্য ব্যবহার করার সরকারী বিধান অমান্য করে উপজেলা পরিষদের জীপ গাড়িটি ব্যবহার করেছেন একান্ত ব্যক্তিগত কাজে।

ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে জ্বালানি বাবদ গত পাঁচ বছরে ৪ লাখ ৮৩ হাজার ৬৪ টাকা এবং ভ্রমণ ভাতা বাবদ ৯ লাখ ৩০ হাজার ৬শ ২৫ টাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা পরিষদের গাড়ীর জন্য লগ বই সংরক্ষণ করার বিধান রয়েছে। উক্ত লগ বইয়ে ব্যবহারকারীর নাম, পদবী, স্বাক্ষর ও তারিখ উল্লেখপূর্বক প্রতিদিন গাড়ী ভ্রমণের স্থান, দূরত্ব (মাইল/কিলোমিটার) ও ব্যবহারের উদ্দেশ্য লিপিবদ্ধ করতে হবে মর্মে নির্দেশনা থাকলেও লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ির কোন লগ বই পাওয়া যায়নি।

জিপ গাড়ি চালক আব্দুল কাদের জানিয়েছে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে গাড়ির লগ বই উপজেলা পরিষদে জমা দিয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

এদিকে উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটার রাকিবুল হাসান, অফিস সহায়ক মানিক মিয়া ও আহসানুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা (সিএ) মোঃ হারুনুর রশিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারী মোঃ আবুল বাশার ও অফিস সহকারী মোঃ এনামুল করিম কেউ উক্ত লগ বই সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, উক্ত জিপ গাড়ির জ্বালানি ব্যয়, মেরামত ব্যয় ও ভ্রমণ ভাতা উত্তোলনের মাধ্যমে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল যেভাবে মহা লুটপাট হয়েছে তাহা ধামাচাপা দেওয়ার জন্যই এই লগ বই লুকানো হয়েছে অথবা লগ বই ব্যবহার করেনি।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ি মেরামত খাতে এপ্রিল ২০২০ ইং মাসে ৫০ হাজার টাকা, জানুয়ারি ২০২১ ইং মাসে ৪ লাখ ৩২ হাজার ৯ শত ৫০ টাকা, ফেব্রুয়ারি ২০২১ ইং মাসে জিপি গাড়ির ডেন্টিং পেন্টিং খাতে ৭০ হাজার টাকা, জুন ২০২১ ইং মাসে মেরামত খাতে ৩০ হাজার টাকা, সেপ্টেম্বর ২০২১ ইং মাসে ৬৪ হাজার টাকা, ফেব্রুয়ারি ২০২২ ইং মাসে ২৩ হাজার টাকা, অক্টোবর ২০২২ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, মার্চ ২০২৩ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, জুন ২০২৩ ইং মাসে ৩১ হাজার ৮ শত টাকা, সেপ্টেম্বর ২০২৩ ইং মাসে ৫৫ হাজার টাকা, নভেম্বর ২০২৩ ইং মাসে ৪৫ হাজার টাকা, মার্চ ২০২৪ ইং মাসে ৩ লাখ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ২৫ হাজার টাকা জিপ গাড়ি মেরামত খাতে খরচের টাকা উত্তোলন হয়েছে।

ভ্রমণ ভাতা বাবদ মে ২০২০ ইং মাসে ১লাখ ৭৩ হাজার ৩শ ৭৫ টাকা, মে ২০২১ ইং মাসে ১ লাখ ৬০ হাজার ৮ শ ৭৫ টাকা, জুন ২০২১ ইং মাসে ৩২ হাজার ৫ শত টাকা, মার্চ ২০২২ ইং মাসে ৯৭ হাজার ৫ শত টাকা,এপ্রিল ২০২২ ইং মাসে ৯২ হাজার ৬ শত ২৫ টাকা, জুন ২০২২ ইং মাসে ৩২ হাজার ৫ শত টাকা, এপ্রিল ২০২৩ ইং মাসে ১ লাখ ৩০ হাজার টাকা,জুন ২০২৩ ইং মাসে ৬৫ হাজার টাকা,মার্চ ২০২৪ ইং মাসে ৯৭ হাজার ৫ শত টাকা এবং এপ্রিল ২০২৪ ইং মাসে ৪৮ হাজার ৭ শত ৫০ টাকা চেয়ারম্যানদয়ের ভ্রমণ ভাতা উত্তোলন করা হয়েছে।

জ্বালানি খাতে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এপ্রিল ২০২২ ইং মাসে ৫৬ হাজার ৩ টাকা, জুন ২০২২ ইং মাসে ৪১হাজার ১ শত টাকা, এপ্রিল ২০২৩ ইং মাসে ১ লাখ ৫ হাজার ৬ শত ৪০ টাকা, জুন ২০২৩ ইং মাসে ৫২ হাজার ৮ শত ২০ টাকা, এপ্রিল ২০২৪ ইং মাসে ১ লাখ ৩১ হাজার ২ শত ৬৫ টাকা, জুন ২০২৪ ইং মাসে ৪০ হাজার ২ শত ১৫ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ৫৬ হাজার ৩ টাকা জ্বালানি খাতে ব্যয় দেখানো হয়েছে। জ্বালানি, ভ্রমণ ও গাড়ি মেরামত খাতে গত পাঁচ বছরে ২৬ লাখ ৮ হাজার ৬ শত ২১ টাকা উত্তোলন করা হয়েছে।

সাধারণভাবে উপজেলা এলাকার বাইরে গাড়ী ব্যবহার করা যাবে না। তবে সরকারী কাজে জেলা সদরে কিংবা জেলা এলাকার মধ্যে গাড়ী ব্যবহার করা যাবে। যদি কোন বিশেষ কারণে জেলার বাইরে গাড়ী নেয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
উপজেলা পরিষদের জীপগাড়ী কোন ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।

উপজেলা পরিষদের গাড়ীর ব্যবহার ও জ্বালানী ব্যয় যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকার কর্তৃক অনুমোদিত বাজেটে এ খাতের জন্য বরাদ্দের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখতে হবে বলে উপজেলা পরিষদ ম্যানুয়ালে নির্দেশনা থাকলেও লাকসামে তার ব্যতিক্রম ঘটেছে বলে মনে করেন বিজ্ঞ মহল। উক্ত বিষয়ের প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি জানান এলাকাবাসি।

আর পড়তে পারেন