লাকসাম সাংবাদিক ইউনিয়ন: সভাপতি কামাল, রহিম সম্পাদক ও হীরা সাংগ.সম্পাদক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পূনঃগঠন করা হয়েছে। এতে মোঃ কামাল উদ্দিনকে সভাপতি, মোঃ আবদুর রহিমকে সাধারণ সম্পাদক ও সেলিম চৌধুরী হীরাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি পূনঃ গঠন করা হয়৷
গত ৯ এপ্রিল লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক মানব জমিন পত্রিকার লাকসাম প্রতিনিধি মোঃ কামরুল ইসলামকে অব্যাহতি প্রদান ও একজন সদস্যের পদত্যাগের কারণে শূন্য পদ পূরণের লক্ষ্যে শনিবার লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভায় কমিটি পূনঃ গঠন করা হয়েছে৷