শাহরাস্তিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মোঃ জাহাঙ্গীর অালম হৃদয় :
বৃহস্পতিবার বেলা ১১ টায় শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
যায়যায়দিনের শাহরাস্তি উপজেলা সংবাদদাতা সুচিপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার দুলাল চন্দ্র ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, সাবেক সভাপতি ফারুক চৌধুরী, সিনিয়র সহসভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক, নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, সাংবাদিক রফিকুল ইসলাম পাটওয়ারী, সাংবাদি মাহবুব আলম, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন প্রমুখ।