সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর পদত্যাগ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০১৮
news-image

মোঃ মাহবুব আলমঃ
শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজি পদত্যাগ করেছেন।

গত ২১ মার্চ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডাকযোগে পদত্যাগ পত্র প্রেরণ করেছেন।

জানা যায়, টানা দু’বারের নির্বাচিত বিএনপি সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন মিয়াজি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি। শারিরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এ পদত্যাগ করেছেন। এ ব্যাপারে সাংবাদিকদের জানান, আমি ডায়াবেটিকসহ বিভিন্ন শারিরিক অসুস্থতায় ভুগছি, এছাড়া আমার দায়িত্বের কারণে ব্যক্তিগত ব্যবসায় সময় দিতে পারছি না বলে এ সিদ্ধান্ত নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহ মারুফ জানান, চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত তিনি দাপ্তরিকভাবে অবগত হন নি।

আর পড়তে পারেন