শাহরাস্তি পৌরসভায় জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত
ইউসুফ পাটোয়ারী লিংকন/রুহুল আমিন:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও শিশু দিবস-২০২১ উপলক্ষে শাহরাস্তি পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পৌরসভার সচিব শেখ মোঃ তোফায়েল আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলি কনফারেসে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাউন্সিলর মকবুল আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মান্নান বেপারী, কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাব উদ্দিন আলম, রাবেয়া বসরি বকুল, শাহানাজ সুলতানা পান্না, জাহানারা আক্তার পুতুল প্রমুখ।
শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ এর নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, বিদ্যুৎ ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান, এসেসর মোঃ নাছির উদ্দিন, কর আদায়কারী মাহবুব আলম, লাইসেন্স পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, হিসাব রক্ষক বাবু মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ বাবু ছোটন চন্দ্র বিশ্বাস, সহকারী কর আদায়কারী মোঃ সাদ্দাম হোসেন, কার্য্য সহকারী মোঃ জসীম উদ্দিন, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মোঃ সোলাইমান মিয়া, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর মোঃ আবু সুফিয়ান, উপ-সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। মোঃ মাইদুল ইসলাম, নাছিমা আক্তার, বাবু প্রবীর কুমার দত্ত, পংকজ কুমার দে, মোঃ কামাল হোসেন, কামাল হোসেন ২, লস্কর এনামুল হাসান, মোঃ শাহজাহান মৃর্ধা, মোঃ মোশারফ হোসেন, মোঃ কাউসার হোসেন, মোঃ আলী আহম্মদ, শাহাদাৎ হোসেন, মোঃ শাহ আলম, বাবু নিতাই চন্দ্র দেবনাথ, মোঃ ফারুক হোসেন, মোঃ সুমন মিয়া, বাবু কুসব চন্দ্র দাস, বাবু সবুজ চন্দ্র দাস, পুর্ণিমা রানী দাস, রাহাতুল ইসলাম রিয়াদ, রাবেয়া বসরি সুরমা, মোঃ তাজুল ইসলাম, মোঃ বাপ্পি রায়হান, মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষদোয়ার আয়োজন করা হয়।