শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালিতে রেকর্ড পরিমান বৃষ্টি দুর্ভোগে জনজীবন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৭
news-image

আবদুল মোতালেব, নোয়াখালিঃ

গত কয়েক দিনের ভারী বর্ষনে নোয়াখালী  পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে।এতে দুর্ভোগে পড়ছে সাধারন জনগন। স্কুলে, কলেজে গামী ছাত্র ছাত্রীর যেতে পারছে  না তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে। নোয়াখালি সদর মাইজদিতে বিভিন্ন প্রশাসনি কার্যকম থাকায় এখানে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসতে হয়।  কিন্তু তারা ঠিক সময় যেতে পারছে না।
সুুমন নামে একজন বলেন, বাংলাদেশের প্রথম শ্রেনীর পৌরসভা  মধ্যে একটি হচ্ছে নোয়াখালি সদর পৌরসভা।এখানে জলবদ্ধতার কারনে বন্যা সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নোয়াখালি সরকারি কলেজের একজন ছাত্র বলেছে আমাদের একটা গুরুত্বপূর্ন পরিক্ষা আছে কিন্তু কিভাবে যাবে বুঝতেছিনা। তাই তারা কৃর্তপক্ষের সুদয় দৃষ্টি আকর্ষন করছে যাতে তারা পানি নিষ্কাষনের যথাযথ ব্যবস্থা নেয়।  এছাড়া আবহাওয়া অফিস বলছে গত কয়েক বছরের থেকে এই বছর রেকর্ড পরিমানে বৃষ্টি হয়েছে নোয়াখালিতে। হালকা, ভারী বৃষ্টি হতে পারে আরো দুই এক দিন।

আর পড়তে পারেন