শাহরুখ-আনুশকার নতুন ছবির নাম ‘যাব হ্যারি মেট সেজাল’

বিনোদন ডেস্ক ।।
বলিউড বাদশাহ শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত নতুন ছবির নাম নিয়ে আলোচনা কম হয়নি। প্রথম দিকে শোনা গিয়েছিলো যে, ছবির নাম হচ্ছে ‘দ্য রিং’। কিন্তু পরবর্তিতে আবার ‘রেহনুমা’ এবং ‘রাউলা’ নাম দুটিও শোনা যায়।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত নাম জানা গেলো। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবির নাম দেওয়া হয়েছে ‘যাব হ্যারি মেট সেজাল’।
শুক্রবার (৯ জুন) শাহরুখ খান ও আনুশকা শর্মা দুজনেই তাদের টুইটারে ছবিটির দুটি পোস্টার প্রকাশ করেন। মজার ব্যাপার হচ্ছে, দুটি পোস্টার মিলেই মূলত ছবির নাম। অর্থাৎ শাহরুখের শেয়ার করা পোস্টারে ছবির অর্ধেক নাম, বাকি অর্ধেক আনুশকার শেয়ার করা পোস্টারে।
শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে নির্মিত এই ছবির শুটিং হয়েছে ইউরোপের আমস্টারডাম, বুদাপেস্ট, প্রাগ ও লিসবন ও পাঞ্জাবে।
আগে যদিও জানা গিয়েছিলো ছবিটি ১১ অগাস্ট মুক্তি পাবে। তবে এখন আবার এক সপ্তাহ এগিয়ে এনে ৪ আগস্ট মুক্তি পাচ্ছে বলে জানানো হয়েছে।
১১ আগস্ট মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘টয়লেট-এক প্রেম কথা’ ছবিটি। মূলত সংঘর্ষ এড়াতেই শাহরুখ-আনুশকার ছবির মুক্তি এগিয়ে আনা হয়েছে।