শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে দাউদকান্দি
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে জনবহুল এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা।
শিক্ষার্থীদের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এখানকার সচেতন মহল।
সোমবার (১২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলার দাউদকান্দি পার্ক ও গৌরীপুর পার্কের দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি। রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে।
দাউদকান্দি মডেল থানার সামনে পার্ক এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে পার্কের দেয়ালজুড়ে দেখা যায় অঙ্কনের নান্দনিকতা। লেখা হয় বিভিন্ন স্লোগান।
নতুন বাংলাদেশ, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, ৩৬শে জুলাই; ৭১ দেখেনি ২৪ দেখেছি, জেন-জি; নাওসহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয়।
বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নেন।
শিক্ষার্থীরা বলছেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে। আর বৈষম্য, সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করছি।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ জিয়াউর রহমান বলেন, গ্রাফিতি প্রতিবাদ ছাড়াও আমাদের ইতিহাস ঐতিহ্য ফুটে উঠেছে, এগুলোকে অবশ্যই সাধুবাদ জানাই। আর ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তারা দেশকে যেভাবে দেখে বা তাদের কার্যক্রম বা তাদেরকে নিয়েই আমাদের ভবিষ্যৎ। দেশের ইতিহাস ঐতিহ্য বা আমাদের কালচার যা আমাদের সঠিক পথ বা ভালো পথ দেখায় বা উৎসাহিত করে এরকম যেকোন কিছুকেই আমরা স্বাগত জানাই। একটা নোংরা কুৎসিত দেয়ালের চেয়ে একটা সুন্দর দেয়াল ভালো কিছু সবাইকে অনুপ্রাণিত করবে।
এছাড়া গত কয়েকদিন যাবৎ উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড, বাজার, দাউদকান্দি বিশ্বরোড, পৌরসদরসহ বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান করেন শিক্ষার্থীরা।