শেষ মুহূর্তের ধাক্কায় জয় হাতছাড়া বার্সার
শেষ মুহূর্তের ধাক্কায় জয় হাতছাড়া বার্সার
লা লিগায় শনিবারের আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। এক ম্যাচ পরেই জয় নিয়ে ফিরতে পারত তারা। কিন্তু অস্বস্তিকর লাল কার্ডের কারণে সেই সুযোগ হাতছাড়া হলো।
শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু এরপরই ঘটল বিপত্তি। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাডো তোরাসকে।
১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা শেষ পর্যন্ত পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরতে ব্যর্থ হয়। উল্টো ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে সেল্টা ভিগো। ম্যাচের ৮৪ ও ৮৬ মিনিটে গোল করে ২-২ সমতায় ফিরে স্বাগতিকরা। এরপর বার্সার পক্ষে আর কোনো গোল আসেনি, ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
ম্যাচের শুরুতে ১৫ মিনিটে রাফিনহার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপর ৬১ মিনিটে রবার্ট লেওয়ানডস্কি ব্যবধান বাড়িয়ে করেন ২-০।
তবে প্রথমার্ধেই বার্সেলোনার ১০ জনের দলে পরিণত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচের ৪৫ মিনিটে সেল্টার অধিনায়ক লাগো আসপাসকে ফাউল করেন বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিন। এর আগেই একবার হলুদ কার্ড দেখেছিলেন মার্টিন, ফলে এই ফাউলের জন্য তিনি লাল কার্ড পেতে পারতেন। কিন্তু রেফারি তাকে রেহাই দেন।
এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে আসপাস নিজেই হলুদ কার্ড দেখে বসেন। রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করতে গেলে সতীর্থ ও কোচ মিলে তাকে শান্ত করেন।
শেষ পর্যন্ত ৮২ মিনিটে মার্ক কাসাডোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এই সুযোগ কাজে লাগিয়ে ৮৪ মিনিটে আলফনসো গঞ্জালেজ একটি গোল শোধ করেন। মাত্র ২ মিনিট পর হুগো আলভারেজ গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরান।
ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার গাভি বলেন, “খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু লাল কার্ড সত্যিই আমাদের ভুগিয়েছে। সেল্টা দুটি নির্দিষ্ট মুহূর্তে আমাদেরকে পেছনে ফেলে দিয়েছে। মনোযোগ হারালে এমনই হয়। আমরা আমাদের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর মতো ভুল করতে পারি না, কারণ তাতে এমন পরিস্থিতি তৈরি হয়।”
তিনি আরও যোগ করেন, “১০ জন নিয়ে ৩ পয়েন্ট পাওয়া খুব কঠিন। এটি ফুটবল, এবং আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।”
১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।