সংসদ নির্বাচনে উপলক্ষে কুমিল্লায় বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টারঃ
আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখ ১১তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি)এর দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা এবং চাঁদপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি প্লাটুন সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
সরকার কর্তৃক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরনের লক্ষ্যে ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক নির্বাচনী এলাকায় টহল পরিচালনা করা হবে।