সদর দক্ষিণের সুয়াগাজিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নাদিম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে । নিহত যুবক যুবলীগের কর্মী বলে স্থানীয় সূত্র জানায়।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সুয়াগাজীর পাচতারা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত নাদিম সুয়াগাজি এলাকার বাসিন্দা।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, নিহত যুবক যুবলীগের রাজনীতির সাথে জড়িত আছে কি না জানি না। হত্যাকান্ডের তদন্ত চলছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।