সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-১ ও ২ আসনে ইঞ্জিঃ আব্দুস সবুর ও অধ্যাপক আব্দুল মজিদ বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০২৪
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা-১ সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর । তিনি মোট ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাইম হাসান পেয়েছেন ঈগল প্রতীকে ২৩ হাজার ৬৭৩ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রাত নয়টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা-১ সংসদীয় আসনের দাউদকান্দির ১০৬টি তিতাস উপজেলার ৫১টি ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

নব নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি সেলিমা আহমাদ মেরী ধরাশায়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আব্দুল মজিদের কাছে।

রবিবার (৭জানুয়ারী) কুমিল্লা-১( দাউদকান্দি-তিতাস) ও কুমিল্লা-২( হোমনা-মেঘনা) আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আর পড়তে পারেন