বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইপিজেডে রয়েল ডেনিম কোম্পানির শ্রমিকদের বিক্ষোভ চলছে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

মহিউদ্দিন ভ‍ূইয়াঃ
বিগত মে মাসের বেতন না পাওয়ায় কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছে কুমিল্লা ইপিজেডের রয়েল ডেনিম কোম্পানির প্রায় আড়াই শতাধিক শ্রমিক ।
রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১ টা থেকে মূল ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করছে শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, দেশীয় কোম্পানি রয়েল ডেনিম কোম্পানি ( টেক্সটাইল) কর্তৃপক্ষ শ্রমিকদের বিগত মে মাসের বেতন পরিশোধ করেনি। যদিও বেপজার নিয়মানুযায়ী মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময় অতিবাহিত হলেও বেতন না পেয়ে শ্রমিকরা এখন আন্দোলনে নেমেছে।
রয়েল ডেনিম কোম্পানির এসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার শরীফুল ইসলাম জানান, আমরা এ কোম্পানির ১৬ জন কর্মকর্তা গত ৫/৬ মাস ধরে বেতন পাচ্ছি না। এদিকে শ্রমিকরা গত মাসের বেতন পায়নি। আমরা সবাই বেতনের দাবিতে আন্দোলন করছি।
কুমিল্লা ইপিজেডের সিকিউরিটি ইনচার্জ নাজমুল হাসান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। বিস্তারিত জানতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
এ বিষয়ে জানতে কুমিল্লা ইপিজেডের জেনারেল ম্যানেজার মেহবুব আলীর মুঠোফোনে কল দিলে কল রিসিভ করেননি।

আর পড়তে পারেন