বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবা ছবি তুলে দিলে আমার গায়ের গন্ধ চলে যাবে!

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

সময় বেলা ১১টা। কুমিল্লা ব্যস্ততম এলাকা কান্দিরপাড় পাওয়া যায় ৬০ বছর বয়সী এই ভিক্ষুক। সারা শরীরে তার ময়লা আর কাদাটে। আজকের কুমিল্লা ফটো-সাংবাদিক ছবি তুলতে গেলে একটু রাগন্বীত হয়ে বলে বাবা ছবি তুললে পেপারে দিলে বেশি বেশি ভিক্ষা পাবো বাবা ‘লোকজনতো আমাগের কাছেই ঘেঁষতি দ্যায় না, আমাগের গায়ে গন্ধো। -কথাগুলো বলছিলেন কুমিল্লা লাকসামের ফজলু (৬০) ফজলু দুই পা নেই, কাজ করার কোন ক্ষমতা নেই তাই পেটের ক্ষুধা মেটাতে ভিক্ষা পেশাটা বেছে নিয়েছেন। ব্যক্তি জীবনে তিনি ১ছেলে ও ১মেয়ের পিতা। অভাবের সংসারে ছেলেটা দিন মজুর। সরকার এমন সব প্রতিবন্ধী বয়ঃবৃদ্ধ এসব মানুষের জন্য সাহায্য, সহানুভূতি আর ভয়স্ক ভাতা ভালো ভাবে চালু করলেও আজও সমাজে এমন অসহায় ফজলু পথে নামতে না।

আর পড়তে পারেন