সদর দক্ষিণে এলজি ও ৭ রাউন্ড তাজাঁ কার্তুজসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
গত ৩ জুলাই সকাল সোয়া ৭ টায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১টি এলজি ও ০৭ রাউন্ড তাজাঁ কার্তুজসহ ৩ টি মামলার পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ হাসান বাবর ওরফে বাবু(৪৬)কে তার নিজ বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়।
বাবু সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার এলাকার সুবেদার আব্দুল মজিদের ছেলে।
জানা যায় যে, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চৌয়ারা গ্রামের ধৃত আসামীর নিজ বাড়ীতে ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ১ টি এলজি ও ০৭ রাউন্ড তাজাঁ কার্তুজসহ তার নিজ বাড়ীতে অবস্থান করছে। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সদস্যরা গোয়েন্দা নজরদারীতে সত্যতা যাচাই পূর্বক অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে ০১ টি এলজি ও ০৭ রাউন্ড তাজাঁ কার্তুজসহ তার বাড়ীর সামনে হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ হাসান বাবর@বাবু(৪৬) এর বিরুদ্ধে সদর দক্ষিণ থানা ৩টি মামলা রয়েছে যাহাঃ ক। মামলা নং-১৪, তারিখ ০৮/০৮/২০১১, ধারা-১৪৩/৪৪৭/৫১৬/৫০০/৩৫৪/৩৮০ দঃ বিঃ, খ। মামলা নং-৪২, তারিখ ২৮/০৩/২০১৭, ধারা-১৪৩/৪৪৭/৪২৭/৫১৬ দঃ বিঃ ও গ। মামলা নং-০৯, তারিখ ০৩/০৯/২০১০, ধারা- ১৪৩/৪৪১/৩২৩/৩৭৯/৩০৭/৫০৬ দঃ বিঃ বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।