শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সব জল্পনা অবসান ঘটিয়ে…

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০১৬

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরে হৃতিক রোশনের নতুন ছবির নায়িকা নিয়ে চলছিল নানা গুঞ্জন। ‘কাবিল’ ছবিতে তার বিপরীতে কে হবেন নায়িকা। এরই মধ্যে বেশ কজনের নাম প্রস্তাব এলেও শেষ পর্যন্ত আর চূড়ান্ত হয়নি। সে তালিকায় নাম ছিল পরিনীতি চোপড়া ও শ্রদ্ধা কাপুরের মতো তারকারাও।

bg_hrithik___yami_969821756

অবশ্য সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার হৃতিকের সঙ্গে পর্দার রোমান্স সঙ্গী ইয়ামি। ‘ভিকি ডোনার’, ‘টোটাল সিয়াপ্পা’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘বদলাপুর’, ‘সনম রে’-এর মতো বেশকটি ছবির নায়িকা তিনি। তবে সেসব ছবির কোনোটিতে সুপারস্টারদের তার নায়ক হিসেবে দেখা যায়নি। এবারই প্রথম কোনো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইয়ামি। টাইমস অব ইন্ডিয়াকে ছবির প্রযোজক রাকেশ বসু জানান, ইয়ামি চমৎকার একজন অভিনেত্রী। হৃতিতের সঙ্গে তার জুটিও দর্শকের কাছে তরতাজা লাগবে। চরিত্রটির জন্য মানানসই ও।

তাকে পেয়ে আমরা আনন্দিত। জানা গেছে আগামী মাসে ‘কাবিল’ ছবির শুটিং শুরু হবে। এরই মধ্যে আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’র কাজ করতে গিয়ে ইনজুরিতে পড়া হৃতিক এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তাই ইয়ামির সঙ্গে নির্ধারিত সময়েই কাজে নেমে পড়তে পারবেন তিনি।

আর পড়তে পারেন