শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সব বাহিনীর সমন্বয়ে ‘কেন্দ্রীয় কমান্ড সেন্টার’ খোলা হচ্ছে: প্রেস সচিব

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সব বাহিনীর সমন্বয়ে একটি ‘কেন্দ্রীয় কমান্ড সেন্টার’ খোলা হচ্ছে। এর কার্যক্রম আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার গঠন করা হয়েছে, যা আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর মাধ্যমে খুব দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশাবাদী।

খাদ্যশস্যের দাম কমার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম কমছে। এর ইতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আমরা আশা করছি।

তিনি আরও জানান, গত পাঁচ মাসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ইতোমধ্যে অর্থনীতিতে ১০ শতাংশ উন্নতি হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে বলে জানান প্রেস সচিব। বিনিয়োগকারীদের হাতে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এর ফলে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার অপচেষ্টা করেছিল, যার ফলে কোরিয়ার অনেক বিনিয়োগ বাংলাদেশ থেকে সরে গিয়ে ভিয়েতনামে চলে গিয়েছিল। এখন সব সংকট সমাধান হওয়ায় বাংলাদেশে নতুন বিনিয়োগ আসবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিরাপত্তাবাহিনীগুলোর প্রধানদের কেন্দ্রীয় কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দেন।

আর পড়তে পারেন