শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি খরচে ১৯ মাসে ১৩ বার সপরিবারে বিদেশে সফর করেন পরিসংখ্যান বিভাগের সচিব

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

১৯ মাসে ১৩ বার বিদেশ সফর করেছেন বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং পূর্ব আফ্রিকার মরিশাসেও ভ্রমণ করেছেন এই কর্মকর্তা।

সচিবদের বিদেশ ভ্রমণের ফাইল অনুমোদন প্রধানমন্ত্রীর হাতে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৩ সালের এক নির্দেশনায় বলা আছে, একজন সচিব বছরে চারবারের বেশি বিদেশ সফরে যেতে পারবেন না।

সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী যতবারই বিদেশ ভ্রমণ করেছেন, বেশির ভাগ সময়ই কখনো স্ত্রী, কখনো দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে গেছেন। সরকারি আদেশে উল্লেখ ছিলো, বিদেশ ভ্রমণে পরিবারের সদস্যদের সব খরচ সচিব নিজে বহন করবেন।

জানা গেছে, বাংলাদেশে ষষ্ঠ আদমশুমারি করার প্রস্তুতির অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর চীন সফরে যান সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। পাঁচ সদস্যের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন সচিবের ছেলে শৈব চক্রবর্ত্তী। সচিবের পাঁচ দিনের ওই সফরের সব খরচ বহন করা হয়েছে বিবিএসের চলমান কৃষিশুমারি প্রকল্প থেকে।

আর পড়তে পারেন