সরকারি খালে ড্রেজার লাগিয়ে মাটি তুলে স্কুলের পুকুর ভরাট !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাটের কাজ পেয়েছেন ইকবাল মেম্বার। তবে রামপুর খাল থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে তুলে এনে স্কুলের পুকুর ভরাট করছেন। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হলেও কেউ ভয়ে মুখ খুলছে না।
যদিও সরকারি জায়গা ভরাটের জন্য সরকার বরাদ্দ দিয়েছে নিজের প্রভাব খাটিয়ে সরকারি খালে ড্রেজার লাগিয়ে সে মাটি কেটে স্কুলের পুকুর ভরাট করছে ইকবাল মেম্বার। ইকবাল মেম্বার বর্তমান চেয়ারম্যান আরমান মিয়ার ঘনিষ্ট লোক।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরমান মিয়া জানান, এটা সরকারি কাজ । বরাদ্দও কম। তাই করছে।