সরকার বিরোধী বক্তব্য দেয়ার জন্য বিএনপি নেতারা এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতেছে -সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

আশিকুর রহমান আশিকঃ
সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন ,সরকার বিরোধী বক্তব্যের দেয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে।
মন্ত্রী বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা–নোয়াখালী সড়কের লাকসাম সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় সড়ক ও জনপদের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, ডিএনসিসি নির্বাচন স্থগিত হ্ওয়ায় আওয়ামীলীগই বেশি হতাশ। আমাদের প্রার্থী ক্লিন ইমেজ আর বিএনপি প্রার্থী পেরাডিইস পেপার কেলেংকারিতে অভিযুক্ত,নির্বাচন শতভাগ বিজয়ের সম্ভাবনা আমাদের ছিলো।