সাদা কুয়াশায় চাঁদনী রাত
সাদা কুয়াশায় চাঁদনী রাত
সাদা কুয়াশার রাত
সাদা এক সুন্দর চাঁদ
গ্রামের রূপে
একটি পাখির বাসায়
কয়েকটি ঘুঘুর ছানা
মায়ের ডানা উষ্ণ চাদুর এর ফাঁকে
সুন্দর আকাশের চাঁদ দেখে
পুকুরের মাছেরা উপরে ভেসে
চাঁদের আলোয় গল্পের আসর জমিয়েছে
চাদর জড়ানো এক পথিক
সুন্দর জোছনায় বাড়ির পথে চলে
পথিক ভাবে
চাঁদ যেন তার একলা পথের সঙ্গী হয়ে
তাহার সাথে চলে
সুন্দর চাঁদ আকাশে
বাড়ির উঠানে বসে
শীলত হাওয়ায়
আগুন জ্বালায় উষ্ণতায়
ভূতের গল্প জমেছে
চাঁদের আলোয় উষ্ণতায়
খেকশিয়াল জোছনায় ঘুরে বেড়ায়
আর হুক্কাহুয়া ডাকে
ঐ বনে নিরবে
গাছের পাতারা ঝরে পড়ে
রাতের মিষ্টি মিষ্টি ফুলের ঘ্রাণে
সুন্দর মায়া জড়ানো চাঁদের আলোয়
এক পর্যায় সবাই ঘুমিয়ে পড়ে
এই সুন্দর নিশাকর রাতেরশেষ প্রান্তে
মুমিন বান্দা উঠে
ঘুমে জড়ানো প্রকৃতির রূপে
চুপিসারে হাটে
পুকুরে পানিতে অযু করে
তার জানামাজে লুটিয়ে পড়ে
এই সুন্দর জগতের স্রষ্টার সেজদায়