সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৫-২ গোলে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ
ভারতের কলকাতার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ অনূর্ধ্ব -১৫ বনাম ভুটান অনূর্ধ্ব -১৫ দলের, এই ম্যাচে ৫-২ গোলে জয় পায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে কথা ছিল, জয় ছাড়া আর কোনো চিন্তা করবে না বাংলাদেশের ফুটবলাররা।
৫-২ গোলের এই জয়ে সাফ ফুটবলবে বাংলাদেশের শুভ সূচনা করলো বাংলাদেশ। অন্যদিকে আজ হেরে যাওয়ায় প্রায় নিশ্চিত হয়ে গেল ভুটানের বিদায়।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে আগামী রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন মিরাদ । এরপর ২১ মিনিটে গোল করেন আল আমিন এবং ৩ নাম্বার গোল করেন শুভ। ৮৩ মিনিটে নিজের ২য় ও দলের হয়ে ৪র্থ গোল করেন মিরাদ এবং অতিরিক্ত সময়ে গোল করেন রাজু। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে আগামী রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।