শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, মেসির ‘ভিন্নরকম’ বার্তা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৪, ২০২১
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

কোপা আমেরিকায় আজ মাঠে নামছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রতিপক্ষ চিলি। পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুবার ফাইনালে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে মাঠে নাসা আগে মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, “কখনোই জাতীয় দল শুধু আমার উপর নির্ভর করেনি। আমরা বরাবর শক্তিশালী দল গড়ার দিকে নজর দিয়েছি। বলেছি, শক্তিশালী দল না গড়লে ট্রফি জেতা কঠিন। ধীরে ধীরে এই কাজ সফল হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে খেলছি। বেশিরভাগ ফুটবলারই আগে কোপা আমেরিকায় খেলেছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।”

গতবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিলেন মেসিরা। এবার প্রতিযোগিতায় নামার আগে মেসি সমান উত্তেজিত। বলেছেন, “এই অনুভূতি বিশেষ। ফ্রেন্ডলি, যোগ্যতা অর্জন, কোপা আমেরিকা, বিশ্বকাপ যেখানেই জাতীয় দলের হয়ে খেলি সেখানেই একইরকম অনুভূতি হয়। কখনও ভাবিনি এত ম্যাচ খেলতে পারব। বরাবর ভেবেছি, সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব।”

আর পড়তে পারেন