শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না হিগুয়েনকে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৯, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টিনা দলের হয়ে আকাশি-নীল জার্সি গায়ে আর কখনোই দেখা যাবে না গঞ্জালো হিগুয়েনকে। আন্তর্জাতিক ফুটবল থেকে ইংলিশ ক্লাব চেলসির হয়ে বর্তমানে খেলা এই স্ট্রাইকার নিজের অবসরের ঘোষণা দিয়েছেন।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ব্যর্থতার পর কথা উঠেছিল বেশ কয়েকজন তারকা খেলোয়াড় নাকি জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। যার মধ্যে হিগুয়েনের নামও ছিল। বিশ্বকাপের পর না হলেও ব্রাজিলে আগামী জুনে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগেই হিগুয়েন অবসরের কথা জানিয়ে দিলেন।

আর্জেন্টাইন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে হিগুয়েন তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমি নিজের পরিবারকে সময় দিতে চাই। তাই এখন আর্জেন্টিনা দলে আমার সময় শেষ হয়ে এসেছে বলেই মনে হয়।

তিনি বলেন, আমার অবসরের সিদ্ধান্তে অনেকেই হয়তো খুশি হয়েছেন। অনেকে হয়তো কষ্ট পেয়েছেন। আর্জেন্টিনা দলের হয়ে এতদিন খেলতে পারায় আমি গর্বিত। আশা করি, নতুন খেলোয়াড়রা আর্জেন্টিনা দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।

৩১ বছর বয়সী হিগুয়েনের ২০০৯ সালে আর্জেন্টিনা দলে অভিষেক হয়। আলবিসেলেস্তেদের হয়ে ৭৫ ম্যাচ খেলা হিগুয়েন ৩১টি গোল করেছেন।

আর পড়তে পারেন