শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিজ বাঁচাতে একাদশে যে পরিবর্তন আনছে

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০২৪
news-image

সিরিজ বাঁচাতে একাদশে যে পরিবর্তন আনছে

ডেস্ক রিপোর্ট:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে সিরিজ বাঁচাতে একাদশেও আনা হতে পারে পরিবর্তন।

প্রথম ম্যাচে ২৯৪ রানের লক্ষ্য দিয়েও জয় আদায় করতে পারেনি টাইগাররা। শুরুর দিকে দ্রুত উইকেট নিলেও মাঝের ওভারে বোলারদের ব্যর্থতায় ম্যাচটি হাতছাড়া হয়। এই কারণে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তন আনার সম্ভাবনা বেশি। তবে ব্যাটিং অর্ডার অপরিবর্তিত থাকতে পারে।

নাহিদ রানা বা তানজিম হাসান সাকিবের পরিবর্তে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ বা শরিফুল ইসলামকে দেখা যেতে পারে। এছাড়া, লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদ একাদশে ফিরতে পারেন। কারণ, প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট রান থাকা সত্ত্বেও বোলিং আক্রমণ প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

সূত্র: যুগান্তর

আর পড়তে পারেন