সৌদি আরবে আজ করোনায় নতুন আক্রান্ত ২৬৪২, প্রাণ গেল আরও ১৩ জনের

সালাউদ্দিন সোহেলঃ
সৌদি আরবে আজ শুক্রবার (২২ মে) করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪২ জন। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭১৯ জন।
এছাড়াও আজ মৃত্যু হয়েছে ১৩ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। এর মধ্যে বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ১১৯ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৯ হাজার ৩ জন।
এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৮ হাজার ৩৫২ জন।