শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিআরবে করোনা উপসর্গ নিয়ে ৪ বাংলাদেশির মৃত্যুুু: নতুন আক্রান্ত ১৩৮ জন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৬, ২০২০
news-image

সালাহ উদ্দিন সোহেল,সৌদি আরবঃ
মহামারী করোনা ভাইরাসে সৌদি আরবে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত রবিবার বিভিন্ন সময়ে ৪ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের প্রত্যেকের শরিরে প্রানঘাতি করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে।

মৃতব্যক্তিরা হলো লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার ইউসুফ। সে  দীর্ঘদিন মক্কার আজিজিয়া আঁচিল আবাসিক হোটেলে সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

অপর মৃত ব্যক্তি হলো, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোঃ মানিক তিনি মক্কা সাফা টাওয়ারে দীর্ঘদিন যাবত ব্যবসা করেন। অপর আরেকজন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির উপজেলার মানিক।মৃত মানিক মক্কার সাফা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলো।

এবং অপর আরেক জন হলো চট্রগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার মৃত আলী আহম্মদ চাষীর ছেলে মোহাম্মদ নূর আলম। মৃত নূর আলম মদিনার বেলাল মসজিদ মার্কেটের ব্যবসায়ি ছিলেন।

এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে আজ সোমবার সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২৫২৩ জন।আজ নতুন করে ৪ জন করোনায় মারা গিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ায় ৩৮ জনে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ্য হয়ে ফিরেছে মোট ৫৫১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী রিয়াদে ৪১ জন, জেদ্দাতে ২৮ জন,মক্কাতে ১৬ জন,মদিনাতে ১১ জন,কাতিফে ৮ জন,খামিচ মোশহাতে ৬ জন,জিজানে ৬ জন,দাম্মামে ৩ জন এবং আবহাতে ২ জন।

আর পড়তে পারেন