হলিউড অভিনেতা চার্লি শিন ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে জানান, তিনি এইচআইভির সাথে বসবাস করছেন। এই বিষয়ে না লুকিয়ে সবার সামনেই নিজেকে এইডস আক্রান্ত হিসেবে পরিচয় করিয়েছেন তিনি।
তবে এবার চার্লি শিন দিলেন একটি বিস্ফোরক তথ্য। চার্লি শিনের মতে, হলিউডের নামীদামী অনেক তারকাই নাকি তার মতো এইচআইভি আক্রান্ত।
চার্লি শিন বলেন, ‘হলিউডের অনেক তারকাই এইচআইভি আক্রান্ত। আমি জানি তারা কারা। কিন্তু আমি সেই নামগুলো গোপন করেই কবরে যাব।’
‘দ্য কাইলি অ্যান্ড জ্যাকি’ শোতে এই তথ্য জানান ৫১ বছর বয়সী এই অভিনেতা। শোয়ের উপস্থাপক জ্যাকি ‘ও’ হেন্ডারসন তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘হলিউডে কি আরও এইচআইভি আক্রান্ত শিল্পী আছেন যাদের প্রকাশ করার জন্য আপনার মতো সাহস হয়নি?’ এই প্রশ্নের উত্তরে চার্লি শিন এই চমকপ্রদ তথ্যটি জানান।
এদিকে এই টু অ্যান্ড হাফ ম্যান খ্যাত তারকা জানিয়েছেন তিনি তার এইচআইভির থ্যারাপি উপভোগ করেন। এমনকি তিনি একটি ‘জাদুকরী ওষুধ’ সেবন করে নিজেকে চাঙা রাখছেন।