হোমনায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মহিউদ্দিন ভূইয়াঃ
অবশেষে ধর্ষনের ৭ দিন পর গ্রেফতার হলো কুমিল্লার হোমনা ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন।
শুক্রবার দুপুর ২ টায় মেঘনা থানার মুগারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন হোমনা থানা পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বী এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরোও জানান, তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন আইনে মোট ৮ টি মামলা রয়েছে।
উল্লেখ্য যে, বিগত ৩ মে শুক্রবার ১১ টার দিকে নবম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রী তার বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার দাড়িগাও গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে সুমন (২৯)ভঙ্গারচর গ্রামের রজ্জব আলী মাষ্টারের কাঠ বাগানে নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে ৪ মে সুমনকে আসামী করে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।ইতিমধ্যে এহেন বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং সুমনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে হোমনায় বিভিন্ন সংগঠনের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।