শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হ্যালো সুপারস্টারসের ব্যবস্থাপনায় লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৭, ২০২৫
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের বাছাইকৃত অনূর্ধ্ব ১৬ ফুটবল দল। তবে বাছাই প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে চাঁদপুরের ব্যক্তি মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মোবাইল এপ্লিকেশন হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস! বিশ্ববিখ্যাত স্পেনের লা লিগা এবার প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে সেরাদের নিয়ে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন এবং প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছে হ্যালো সুপারস্টারস। গত মাসের ২ মে তারিখে লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫ মালয়েশিয়ার পরিচালক ড্যানিয়েল ওং অফিসিয়ালি হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানান।

হ্যালো সুপারস্টারস অ্যাপের ই-ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমের দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবী ও দক্ষ ফুটবলারদের সুচারু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ১৬ (বয়স ১৪ থেকে ১৬) জনের সমন্বয়ে গঠিত ফুটবল দলটি সম্পূর্ণ বিনা খরচে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে উড়াল দেবে মালয়েশিয়ায়। বাংলাদেশ প্রথমবারের মতো যুক্ত হলেও বর্তমানে ও বিগত দিনগুলোতে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারত ও মালদ্বীপসহ এশিয়ার ফুটবল পরাশক্তিরা এ আয়োজনে অংশগ্রহণকারী দল।

গত পহেলা জুন থেকে ১৭ জুন মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে এ বাছাই প্রতিযোগিতা প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা এককভাবে ও দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। হ্যলো সুপারস্টারসের তত্ত্বাবধানে বাছাই প্রক্রিয়ায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনজন সাবেক অধিনায়ক কায়সার হামিদ, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম মামুন।

হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান বলেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশের হয়ে একটি দল অংশগ্রহণের ব্যবস্থা করেন, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনে একটি মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এর আয়োজন করার জোর চেষ্টা চালাচ্ছেন।

জানা যায়, হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল পাটওয়ারী বাড়ির মরহুম জাফর উল্যাহ পাটওয়ারীর ছেলে। তিনি তার বাবা মরহুম জাফর উল্ল্যাহ পাটওয়ারী ও মা খন্দকার সেলিনা আক্তার রানী’র নাম জুড়ে “জাফরানী স্পোর্টিং ক্লাব” প্রতিষ্ঠা করেন। এই ক্লাবের তত্ত্বাবধানে এত বড় একটি আয়োজনে সম্পৃক্ত থেকে চাঁদপুরের সুনাম বয়ে আনবে বলে আশাবাদী দায়িত্বশীলরা।

আর পড়তে পারেন