১ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও কুরআন শরীফ বিতরণ করলেন বরুড়া ফ্রেন্ডস ব্লাড ব্যাংক

বরুড়া প্রতিনিধি:
বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ ও ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল ৩ টার দিকে বরুড়া ফেয়ার হসপিটালের হলরুমে এ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ গাজী মোঃ মাসুদ হাসান। যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা ইলিয়াছ মিয়া, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমডি. আজিজুর রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাসির উদ্দিন মিয়াজী, তাইফানূর তিশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের সভাপতি তারেক হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন, প্রবাসী ফোরামের সাবেক সভাপতি সোহেল হোসেন, সভাপতি লিটন, সিনিয়র সহ-সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক সফিউর রহমান শাকিলসহ আরো অনেকে।