শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ৬ই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে। সকালে কুমিল্লা প্রেসক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মোঃ মিজানুর রহমান আজাদ, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সময় টিভির কুমিল্লা জেলা ষ্টাফ রিপোর্টার বাহার রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভির কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দেশ টিভির প্রতিনিধি এম ফিরোজ মিয়া , টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি ও একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির রনি, ও কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্য মোঃ নজরুল ইসলাম।
সংগঠনের দপ্তর সম্পাদক এইচ এম মহিউদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, এটি এন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক ছাত্রলীগ নেতা ও সবুজের সুবচন কলামিস্ট মোঃ আশিকুর রহমান সবুজ , কুমিল্লার কথা পত্রিকার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির, ফটো সাংবাদিক ফোরামের সাংঠনিক সম্পাদক এনকে রিপন, সহ-সাধারণ সম্পাদক কাজী শামীম, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক এমদাদুল হক সোহাগ দৈনিক শিরোনাম পত্রিকার ফটো সাংবাদিক সালাউদ্দিন সুমন, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম রাসেল, প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন সুমন, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জাকির, সৌরভ মাহমুদ হারুন, ডাক প্রতিদিনের বশিরুল আলম, দৈনিক আমাদের কুমিল্লার প্রতিনিধি মাসুদুল আলম মাসুদ, দৈনিক ময়নামতি র ফটো সাংবাদিক জুয়েল খন্দকার,সাপ্তাহিক সীমান্ত সংবাদের নির্বাহি সম্পাদক জানে আলম দুলাল, ডাক প্রতিদিনের প্রতিনিধি মোঃ বসিরুল ইসলাম, সিটিভি নিউজের প্রতিনিধি সাংস্কৃতিক কর্মী চন্দন দাস, সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান, ডাক প্রতিদিনের ফটো সাংবাদিক নুরুল ইসলাম, সাইদুল রহমান সোহাগ, রনি, তুহিন প্রমূখ।

আর পড়তে পারেন