২০২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে
স্পোর্টস ডেস্ক :
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে বন্দুকধারীদের হামলার পর থেকেই পাকিস্তানে সফরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনেক দিন ধরেই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই বললেই চলে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেষ্টার কমতি নেই।
জিম্বাবুয়ে ও বিশ্ব একাদশ গত বছর সফর করেছে পাকিস্তান। পাকিস্তান সুপার লিগের শেষ দিকের কিছু ম্যাচ হচ্ছে দেশটিতে। সে সব ম্যাচে খেলতে যাচ্ছেন বিদেশী ক্রিকেটাররাও।
এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড পেল বড় একটি সু-সংবাদ। আগামী বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। মঙ্গলবার সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় পাকিস্তানকে স্বাগতিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। তাই আগামী এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর এক মাস আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে।
পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, তবে এই সময়ের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যের সম্পর্ক উন্নতি না হলে অন্য কোন দেশেও সরিয়ে নেয়া হতে পারে এশিয়া কাপ।
গত বছর সেপ্টেম্বর আরব আমিরাতে সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। ওয়ানডে সংস্করণে আয়োজিত সে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। ২০০৮ সালে সবশেষ পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল।