২০২৪-২৫ আসরে প্রথম শ্রেণীর ক্রিকেটে কুমিল্লার সন্তান রোহানের বাজিমাত
২০২৪-২৫ আসরে প্রথম শ্রেণীর ক্রিকেটে কুমিল্লার সন্তান রোহানের বাজিমাত
জাতীয় ক্রিকেট লিগের ২০২৪-২৫ এবারের প্রথম শ্রেনীর আসরে কুমিল্লার ছেলে বা হাতি স্পিনার আশরাফুল হাসান রোহান স্পিনারদের মধ্যে প্রথম সর্বোচ্চ উইকেট ও সকল বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছে। ব্যাট হাতেও সর্বমোট ১৫০ রান করে। বরিশাল বিভাগের বিপক্ষে এক ম্যাচে ১০ উইকেট শিকার করে।
সে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের একজন স্কোয়াডের খেলোয়াড় ছিল।
ঢাকা প্রথম বিভাগ লিগের খেলোয়াড় রোহনের খেলোয়াড়ী জীবনের একটি ভালো সময় অতিক্রম করছে। এবারের এনসিএল এর টি২০ আসরেও তাঁকে চট্টগ্রাম বিভাগ সুযোগ করে দিবে বলে আশা করছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের দল গুলোও তাকে তার যোগ্যতা প্রমাণের সুযোগ করে দিবে।