৩৬ তম বি সি এস প্রশাসন ক্যাডারে উর্ত্তীর্ণ হয়েছেন মেঘনার পুত্রবধূ
আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০১৭
এম এইচ বিপ্লব সিকদার:
৩৬ তম বি সি এস প্রশাসন ক্যাডারে উত্তির্ণ হয়েছেন মেঘনার পুত্রবধূ। তার নাম আসমাউল হোসনা লেন্সি।তিনি মেঘনা উপজেলার বাউসিয়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: মেহেদী হাসানের স্ত্রী।
তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে গন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাষ্টার্স করে বর্তমানে গন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ে কর্মরত আছেন।