৪৯ দিনে কোরআনের হাফেজ কুমিল্লার রাফসান

স্টাফ রিপোর্টারঃ
স্মরণশক্তি আল্লাহতায়ালার অপরিসীম দান। তবে প্রত্যেক মানুষের স্মরণশক্তি সমান নয়। স্মরণশক্তির কমবেশ মহান আল্লাহতায়ালার কুদরতের রহস্য বিশেষ।
স্মরণশক্তির জোড়ে মুখস্থ করার মতো অস্বাভাবিক নানা ঘটনার কথা প্রায়ই শোনা যায়। যা স্বাভাবিকভাবে বেশ কঠিন ও কষ্টসাধ্য কাজ। এমনই এক ঘটনার জন্ম দিয়েছে কুমিল্লার মো. রাফসান মাহমুদ জিসান। মাত্র ৪৯ দিনে পুরো কোরআনে কারিম মুখস্থ করেছ সে।
কুমিল্লা ইবনে তাইমিয়ার হিফজ বিভাগের ছাত্র রাফসান মাহমুদ।