৫ বারের সাবেক সাংসদ এম কে আনোয়ার আর নেই, প্রথম জানাজা সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর কাঁটাবন মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এম কে আনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়।
এরপর দেড়টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা।
পরে মরদেহ তার নিজ গ্রাম কুমিল্লার হোমনায় দাফন করা হবে।
সোমবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক গভীর শোক প্রকাশ করেছেন।