সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৯৮ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ২৮৮

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ মোট ২৮৮ অবৈধ অভিবাসী আটক হয়েছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৯০টি প্রাঙ্গণ ও ছয়টি ব্লকে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ১,০৩৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয় নাগরিক ছিলেন।

যাদের বৈধ নথিপত্র নেই, তাদের মধ্যে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারীকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক।

জাফরি এমবক তাহা আরও বলেন, এই এলাকায় এ ধরনের অভিযান প্রথম নয়, বরং নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

আর পড়তে পারেন