শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০২৪
news-image

৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো

ডেস্ক রিপোর্ট:

সরকার একযোগে ৯ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের উক্ত সদস্যদের বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরকালীন সকল সুবিধা প্রাপ্ত হবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন:

র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন
এসএএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন
সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন
এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান
র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান
র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভুয়া
এপিবিএনের সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক
শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি চাকরি থেকে অবসরকালীন সুবিধা পাবেন।

আর পড়তে পারেন