সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি সহ বিভিন্ন অপরাধে মতলবে ২০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০২৩
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি সহ বিভিন্ন অপরাধে চাঁদপুরের মতলব বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ ডিসেম্বর) মতলব বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া ও অতিরিক্ত মূল্যে জুতা বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মতলব দক্ষিণ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

জানা যায়, গত কয়েকদিন ধরে চাঁদপুর সহ সারা দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তারা বিপাকে পড়েছেন। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে এর দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা।

আর পড়তে পারেন