রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসিসির দলে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০২৩
news-image

স্পোর্টস ডেস্কঃ

সোমবার শেষ হয়েছে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে খেলেও শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় প্রোটিয়া দলটি।

কেপটাউনের নিউল্যান্ডসে সোমবার দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।

বিশ্বকাপ শেষ হতেই টুর্নামেন্টের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।

আইসিসি ঘোষিত এই দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের ন্যাট স্কাইভার ব্রান্টকে।

আইসিসির বিশ্বকাপ দল: তাজমিন ব্রিটজ (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), ন্যাট স্কাইভার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), সোফি এক্লেস্টন (ইংল্যান্ড), ক্যারিশমা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ), শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া), মেগান শুট (অস্ট্রেলিয়া), দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ওর্লা প্রেন্ডারগার্স্ট (আয়ারল্যান্ড)।

আর পড়তে পারেন