শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অ্যাসাইনম্যান্ট জমা নেয়ার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে নাঙ্গলকোট উপজেলার রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।

গত ১১ নভেম্বর রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে সকল অভিবাবকের পক্ষে মোঃ এয়াছিন মোল্লা। সাথে সকল অভিবাবকের সাক্ষরের অনুলিপি জমা দেয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর ৭ম, ৮ম ও ৯ম শ্রেনীর সকল ছাত্র ছাত্রীদের বাড়িতে পাঠিয়ে অ্যাসাইনম্যান্ট জমা নেয়ার কথা উল্লেখ করে ১৫০টাকা অদায় করে প্রধান শিক্ষক আবু ইউছুপ।

এ বিষয়ে নাঙ্গলকোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন