শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দূর্বার গতিতে এগিয়ে যেতে হবে…… রাজী মোহাম্মদ ফখরুল এমপি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ
পৃথিবী আজ এগিয়ে যাচ্ছে। তাই পৃথিবীর মত তোমাদেরকেও এগিয়ে যেতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দূর্বার গতিতে এগিয়ে যেতে হবে তোমাদের। আজকে যারা জিপিএ-৫ পায়নি, তাদের কে তোমরা সার্বিক সহযোগিতায় করে ভাল শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা ভাল রেজাল্ট করেছে এবং তাদের পেছনে যাদের শ্রম রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এস এস সি ও এইচ এস সি’তে জিপিএ-৫ প্রাপ্তদেরকে উপজেলা শিক্ষাবৃত্তি-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুমিল্লা-৪ ( দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে অনেক এগিয়ে এনেছেন। ভাল শিক্ষার জন্য, ভাল মানের ভবন তৈরি করে দিয়েছেন। আমি চাই আগামী দিনে দেবিদ্বারের শিক্ষার্থীরা পরিপূর্ণ শিক্ষা গ্রহন করে দেশের প্রত্যাকটি যায়গায় নেতৃত্ব দেবে এই আমার প্রত্যাশা।

দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান  সুফিয়া বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার এস. এ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. বিল্লাল হোসেন, শিক্ষাবৃত্তি প্রাপ্ত সুলতানপুর ফাযিল মাদ্রাসা’র শিক্ষার্থী কাজী আরাফাত হোসেন, দেবিদ্বার আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া তাব্বাছুম ।

আর পড়তে পারেন